ইংলিশ এফ এ কাপের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে চেলসি। ৫৫ মিনিটের সময় হাকিম জিয়াখ ম্যাচের একমাত্র গোলটি করেন। আর এই হারের মাধ্যমে ম্যানসিটির এক মৌসুমে চার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে টমাস টুখেলের শিষ্যরা। এখন ম্যানসিটির সামনে আগামী সপ্তাহে টটেনহ্যামকে হারিয়ে কারাবাও কাপের শিরোপা জয়ের সুযোগ রয়েছে।
এদিকে সিটিজেনদের হারিয়ে ফাইনালে ওঠার মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো এফ এ কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে চেলসি। অপরদিকে ম্যানসিটি আজকের ম্যাচটিতে হারার মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শেষ চার থেকে বিদায় নিয়েছে।
ম্যাচটিতে চেলসি মোট ৩ বার ম্যানিসিটির জালে বল জড়ায়। এর মধ্যে ম্যাচের শুরুতেই হাকিম জিয়াখ ও শেষ দিকে ক্রিশ্চিয়ান পুলিসিক লক্ষ্যভেদ করেন। কিন্তু ওই দুইবার অফসাইডের কারনে তাদের গোলগুলো বাতিল হয়ে যায়। ফলে ১-০ গোলের জয় নিয়ে ফাইনালে যেতে হয় চেলসিকে।