৭ দিনের লকডাউনের ৩য়দিনে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় চাঁদপুরে ২৮ মামলায় ১০ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৬ এপ্রিল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পৃথক পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
প্রাপ্ততথ্যে জানা গেছে, চাঁদপুর শহরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করেন। সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অমিত চক্রবর্তী, নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন, মঞ্জুরুল মোর্শেদ, দেবযানী কর।