Header Border

চাঁদপুর, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। এই হামলার ঘটনায় নিহত হয়েছেন থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। আহত হয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসিফ মো: আসিফসহ আরো তিন নাবিক। বাকি নাবিকেরা জাহাজের কেবিনে অবস্থান করছেন বর্তমানে।

আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাতে) এ হামলা হয়।

বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর ফেসবুক মেসেঞ্জারে বিডি২৪লাইভ’র এর বিশেষ প্রতিনিধি আরেফিন সোহাগকে নিশ্চিত করেন জাহাজটিতে থাকা একজন নাবিক। তিনি বলেন, আমরা বর্তমানে অসহায় অবস্থায় রয়েছি। আমাদের উদ্ধার করবে কে? যে কোন সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে।

সূত্রে জানা যায়, বোমার আগুনে জাহাজের কিছু অংশ পুড়ে ছায় হয়ে যায়। বর্তমান আগুন নিয়ন্ত্রণে করতে সক্ষম হয়েছেন নাবিকরা। তবে আতংক শেষ হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লাইলা রহমান গণমাধ্যমকে বলেন, আমরা জানতে পেরেছি জাহাজে হামলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই দেশটিতে হামলা শুরু করে রুশ সৈন্যরা। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এর আগে ইউক্রেনের ডনবাস প্রদেশে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির খবরে বলা হয়, টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেন পুতিন।

বৃহস্পতিবারে সকালে প্রচারিত হওয়া ভাষণে পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান। যেকোন ধরণের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ী থাকবে বলেও সতর্ক করেন তিনি। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে মস্কো ‘তাৎক্ষণিক’ জবাব দিবে।

 

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
মধ্যরাতে চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ আগুন
চাঁদপুরে জাহাজে সাত খুন : ‘জড়িত’ ইরফান গ্রেপ্তার
শোকাবহ জেল হত্যা দিবস আজ
আজ চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন
জীবন্ত মানুষকে পুড়তে দেখল পথচারীরা
আগামীকাল থেকে দেশে পরীক্ষামূলক ফাইভ জি চালু

আন্তর্জাতিক এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান