Header Border

চাঁদপুর, বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

সবাইকে ফলজ, বনজ ও ঔষধি গাছ বেশি বেশি করে লাগাতে হবে – শিক্ষামন্ত্রী

প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বল্প পরিসরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। গতকাল ২৩ জুলাই শনিবার সকাল ১১ টায় বৃক্ষ মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি।

চাঁদপুর জেলা প্রসাশন, বন বিভাগ ও কৃষি স¤প্রসারন বিভাগের যৌথ আয়োজনে “বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” শ্লোগানকে প্রতিপাদ্য করে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্ধোধন করা হয়। সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, সকলেই গাছ লাগাবেন, গাছের পরিচর্যা করবেন। বাংলাদেশ এতো ফুল আছে, যার নাম আমিও জানি না। তবে নাম জানার চেষ্টা করি। গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রতিবছর বৃক্ষমেলা আসলে সকলেই গাছ সংগ্রহ করবেন। আমার এক বন্ধু আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে- তুমি কোথায়, আমি বলেছি- চাঁদপুরের পথে আছি। বুঝেছি চাঁদপুর তোমার অক্সিজেনের স্থান, তাই চাঁদপুর ছুটে গেছো। বেশি বেশি গাছ লাগালে অক্সিজেনের ঘাটতি পূরণ হবে। তাই গাছের পরিচর্যা করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা আষাঢ় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, সকলকে ফলজ, বনজ ও ঔষধি গাছ বেশি বেশি করে লাগাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বর্তমানে তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে কাজ করছেন। এখন থেকে বই পড়ে গাছ সম্পর্কে জানার পাশাপাশি গাছ লাগিয়ে হাতে-কলমে শিক্ষা নিবে। আমরা এখন সারা বছরই শাক-সবজি ও ফলমূল পেয়ে থাকি। আগে শীতকালে আমরা শাক-সবজি পেতাম। আমাদেরকে বেশি বেশি করে ফল গাছ লাগাতে হবে। তবেই আমরা বছরের সব সময় ফল পেয়ে ও খেয়ে পুষ্টির ঘারতি পূরণ করতে পারছি। তাই তো বেশি বেশি গাছ লাগাবো, গাছের যতœ নিতে হবে। পরিবেশ সুন্দর করবো।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক জাহিদ ইসলামের সঞ্চালনায় সভাপতিত্বন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) ইমতিয়াজ আহমেদ, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, নার্সারি মালিকদের পক্ষ থেকে ইউসুফ তালুকদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রসাশন) সুদীপ্ত রায়, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চিশতীয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ এনামুল হক ও গীতা পাঠ করেন উপ-কৃষি কর্মকর্তা ধিভাষ চন্দ্র দাস।

বৃক্ষ মেলায় প্রবেশ করে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে ফিতা কেটে মেলা মাঠে প্রবেশ করেন এবং তাদের নিয়ে বেলুন উড়িয়ে মেলা কার্যক্রমের সূচনা করেন।

বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা সম্বলিত ১২ টি ষ্টল স্থান পেয়েছে। স্টলগুলো হলো : তোহা নার্সারি, রেড রোজ নার্সারি, অ্যাপোলো নার্সারি, পুলিশ লাইন্স নার্সারি, ইকরাম নার্সারি, আদর্শ বনলতা মায়ের দোয়া নার্সারি, চৌধুরী নার্সারি, বৃক্ষ বিলাস নার্সারি, কৃষি স¤প্রসারন অধিদপ্তর, আল আমিন নার্সারি, ও বন বিভাগ। এ ছাড়া রয়েছে নিয়ন্ত্রন কক্ষ। উল্লেখ্য, ২৩ জুলাই শনিবার থেকে শুরু হওয়া বৃক্ষ মেলা চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
চাঁদপুর জেলা প্রশাসকের সাথে বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ
চাঁবিপ্রবির প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ বাতিল, জমি ফেরত চান মালিকেরা
চাঁদপুরে তীব্র তাপদাহে ম্যাফের পক্ষ থেকে লিফলেট, পানি ও স্যালাইন বিতরণ
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা

চাঁদপুর সদর এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান