Header Border

চাঁদপুর, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

যুবলীগ সবসময়ই সক্রিয় ছিলো এবং আছে – ডাঃ দীপু মনি এমপি

যুবলীগ সবসময়ই সক্রিয় ছিলো এবং আছে - ডাঃ দীপু মনি এমপি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রাম-ঐতিহ্য-সাফল্যের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে সদর উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি সম্পন্ন হয়েছে।

২৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগ ও পৌর যুবলীগের আয়োজনে আলোচনা সভায় ভার্চুয়ালিভাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, করোনাকালীন সময়ে অনেক কিছুই আমরা করতে পারিনি। আজকের অনুষ্ঠানটি আরো বড় পরিসরে করার কথা ছিলো। করোনা পরিস্থিতির কারণে তা করা হয়নি। মনি ভাই যুবকদের সংগঠিত করতে সবসময়ই চেষ্টা করেছিলেন। বঙ্গবন্ধু সবসময়ই চেয়েছেন যুব স¤প্রদায়কে ঐক্যবদ্ধ করতে এবং যুবকদের কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে চেয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই যুবলীগকে গঠন করেছেন মনি ভাই। যুবলীগ সবসময়ই সক্রিয় ছিলো এবং আছে। এখনো আমাদের সেই অপরাজনীতির সাথে যুদ্ধ করতে হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো মানবিক মানুষ আর পাওয়া যাবে না। তিনি খালেদা জিয়ার ব্যাপারে অনেক মানবিকতা দেখিয়েছেন। কিন্তু খালেদা জিয়াকে বিদেশ পাঠানো নিয়ে দেশ-বিদেশে তারা চক্রান্ত করে যাচ্ছে।

আলোচনা সভায় পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর আবদুল মালেক শেখের সভাপ্রধানে ও সদর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী ও অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজি, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহবায়ক ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল্লাহ্ আল মামুন, জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজি, জেলা যুবমহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম মিয়াজি, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবদুল মোতালেব, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম মিয়াজি, শিমুল হাসান শামনু, জেলা আওয়ামী যুবলীগের সদস্য আবদুল হান্নান সবুজ, গাজী আঃ গনি, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোরশেদ আলম মিয়া, কামরুল হাসান টিটু, আবুল হাসানাত নয়ন প্রমুখ।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
চাঁদপুর জেলা প্রশাসকের সাথে বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ
চাঁবিপ্রবির প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ বাতিল, জমি ফেরত চান মালিকেরা
চাঁদপুরে তীব্র তাপদাহে ম্যাফের পক্ষ থেকে লিফলেট, পানি ও স্যালাইন বিতরণ
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা

চাঁদপুর সদর এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান