চাঁদপুর জেলার মতলব দক্ষিন থানা পুলিশ অভিযান চালিয়ে বিদেশী ২৪ বোতল বিয়ার ক্যানসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
১৭ ই সেপ্টেম্বর শুক্রবার মতলব দক্ষিন থানা অফিসার ইনচায(ও সি) মোঃ মহিউদ্দিন মিয়ার নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাত ১ টায় উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নস্থ নারায়ন পুর গরু হাটের পশ্চিম পাশে একটি ঘর থেকে মোঃ সোলাইমান মজুমদার (লিটন) ৪৫ কে ২৪ ক্যান বিদেশী বিয়ারসহ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ সোলাইমান মজুমদার (লিটন) পার্শবর্তী কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের মৃত আবুল কাসেম মজুমদারের ছেলে ।মতলব দক্ষিন থানা পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরন করে।