চাঁদপুর শহরের মিশন রোড শাহী জামে মসজিদের লাশ ধোয়া ঘর ও ফ্রিজিং ঘরের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। ২০ জুলাই বুধবার দুপুরে এর উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। উদ্বোধনকালে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের মোয়াজ্জিন মাওঃ শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন শাহী জামে মসজিদ কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান মিজি, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান মিয়াজী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এমরান হোসেন সেলিম, ১২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, ব্যবসায়ী বাবুল মিজি, শাহী ফার্মেসীর প্রোপাইটর আনোয়ার হোসেন আনু, জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম মিয়াজী, সহ-সভাপতি এমরান খান শাওন, শহর ছাত্রলীগের সহ- সভাপতি আল-আমিন মিয়াজীসহ অন্যান্য ব্যবসায়ী ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ।