Header Border

চাঁদপুর, বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

করোনা থেকে আত্মরক্ষায় সকলকে ব্যক্তিগত জোর দিতে হবে

করোনা থেকে আত্মরক্ষায় সকলকে ব্যক্তিগত জোর দিতে হবে

চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে করোনার বিস্তার প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল ৮ মে শনিবার সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়ামের ইলিশ চত্বরের পুরনো বাসস্যান্ড এলাকায় সামাজিক সচেতনতার লক্ষে সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করেছে চাঁদপুর প্রেসক্লাব।

এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

সামাজিক দায়বদ্ধতা থেকেই করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষা করাসহ সচেতনতা সৃষ্টি করতেই চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে নি¤œ আয়ের মানুষদের মাস্কসহ সচেতনতামূলক প্রচারনা করা হয়েছে। প্রেসক্লাবের সদস্যরা মনে করেন, প্রত্যেক মানুষ নিজেদের সুরক্ষা করতে পারলে আমাদের দেশও সুরক্ষিত হবে।

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, করোনা থেকে আত্মরক্ষায় সকলকে ব্যক্তিগত জোর দিতে হবে। সচেতন থাকা আমাদের সকলের দায়িত্ব। করোনার ভয়াবহতা এখনো অনেক মানুষ উপলদ্ধি করতে পারছে না। এ ভয়াবহতা থেকে রক্ষা পেতে সকল নিয়ম মেনে চলতে হবে। আমরা যারা বাইরে ঘুরাফেরা করি, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। থুতনিতে নয়, মুখে মাস্ক রাখা আবাশ্যক। একটু নিয়ম মেনে চললেই এ মহামারী করনো থেকে মুক্তি পেতে পারি আমরা।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী ও গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, ল²ণ চন্দ্র সূত্রধর ও এএইচএম আহসান উল্লাহ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, প্রচার দপ্তর সম্পাদক কাদের পলাশ, অর্থ সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, ক্রীড়া সম্পাদক ফারুক আহম্মদ, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, সমাজকল্যাণ সম্পাদক আশরাফুল আলম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক হাসান মাহমুদ, কার্যকরী সদস্য মনির চৌধুরী, সদস্য শরীফুল ইসলাম প্রমুখ।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
চাঁদপুর জেলা প্রশাসকের সাথে বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ
চাঁবিপ্রবির প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ বাতিল, জমি ফেরত চান মালিকেরা
চাঁদপুরে তীব্র তাপদাহে ম্যাফের পক্ষ থেকে লিফলেট, পানি ও স্যালাইন বিতরণ
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা

চাঁদপুর সদর এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান