Header Border

চাঁদপুর, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

চাঁদপুরে বাখরাবাদ গ্যাসের অবৈধ সংযোগে চিরুনি অভিযান শুরু

চাঁদপুরে বাখরাবাদ গ্যাসের অবৈধ সংযোগে চিরুনি অভিযান শুরু

চাঁদপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
মাসব্যাপী চলবে এ অভিযান। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের চিহ্নিত করে বাড়ি বাড়ি গিয়ে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চাঁদপুরের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোঃ মাহমুদুজ্জামান।

তিনি বলেন, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সমন্বয়ে অবৈধ ও বকেয়া খেলাপি গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন অভিযানের জন্য ২১টি টিম ৪ ভাগে ভাগ হয়ে মাঠে কাজ শুরু করেছে ।

চাঁদপুর জেলার ৪টি উপজেলায় আমাদের গ্যাস সংযোগ রয়েছে। সব জায়গায় বাড়ি বাড়ি যাওয়া হবে এবং আমাদের চিরুনি অভিযান চলবে।

অভিযানের প্রথম ও দ্বিতীয় দিন ৩০ মে ও ৩১ মে সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর শহরের ঘোষপাড়া ও কোড়ালিয়াসহ বেশ ক’টি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালানো হয়েছে। এ সময় দু’টি বাণিজ্যিক ও ২২৮টি আবাসিক মোট ২৩০টি গ্যাস সংযোগ পরিদর্শন করা হয়েছে বলে জানান ব্যবস্থাপক।

এ সময় বকেয়া বিল পরিশোধ না করার কারনে ৩টি এবং অবৈধ সংযোগ পাওয়ায় ১৮টি মোট ২১টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারমধ্যে দু’টি বাণিজ্যিক সংযোগ রয়েছে। অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের সংযোগ লাইনের রাইজার খুলে নেয়া হয়।

উল্লেখ্য, চাঁদপুরে ব্যাপক অবৈধ গ্যাস সংযোগের খোঁজ পায় জ্বালানি বিভাগ। স¤প্রতি এ অফিসের ব্যবস্থাপকসহ ৭ জনকে একসাথে বদলি করে তাদের স্থলে নতুন লোক দেয়া হয়েছে। আর অবৈধ সংযোগ চিহ্নিত করে সেগুলো বিচ্ছিন্ন করার জন্য টিম গঠন করে কর্তৃপক্ষ। সেই আলোকে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ চিরুনী অভিযান শুরু করা হয়।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
চাঁদপুর জেলা প্রশাসকের সাথে বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ
চাঁবিপ্রবির প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ বাতিল, জমি ফেরত চান মালিকেরা
চাঁদপুরে তীব্র তাপদাহে ম্যাফের পক্ষ থেকে লিফলেট, পানি ও স্যালাইন বিতরণ
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা

চাঁদপুর সদর এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান
preload imagepreload image