শাহরাস্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ জুন বুধবার শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ আহবায়ক হাজী আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক আহবায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ ইলিয়াস মিন্টু, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুচিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ও টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে, মিলাদ মাহফিল ও কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।