“উৎসর্গে উদ্ভাসিত হোক মনুষ্যত্ব”এই শ্লোগানকে ধারণ করে মতলব দক্ষিণ উপজেলার কলেজপড়ুয়া কিছু শিক্ষার্থীর ঐকান্তিক প্রচেষ্টায় লকডাউনে বিপর্যস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ আগস্ট (রবিবার) ফ্রেন্ডস জোন সোসাইটির ক্ষুদ্র প্রচেষ্টায় প্রথম বারের মতো নাম, ঠিকানা ও পরিচয় গোপন রেখে লক-ডাউনে কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত প্রায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ফ্রেন্ডস সোসাইটির সদস্য ফয়সাল জানান, বর্তমান লকডাউনে বিপর্যস্ত পরিবার গুলোর পাশে দাঁড়াতে পেরে আমারা আনন্দিত। যারা আমাদের অর্থ,শ্রম,বুদ্ধি ও পরামর্শ দিয়ে পাশে ছিলেন এবং দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন থাকলে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করছি মহান আল্লাহ তায়ালা আমাদের এই পরিশ্রম কবুল করবেন। ভবিষ্যতেও ফ্রেন্ডস জোন সোসাইটি’র প্রতিটি মানবিক ও শিক্ষামূলক কাজে আপনাদের এই সহযোগীতা বিদ্যমান থাকবে।
এসময় ফ্রেন্ডস জোন সোসাইটির অন্যান্য পরিশ্রমী সদস্যরা উপস্থিত ছিলেন।