চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রস্তুুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাহমিদা হক।
এ সময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাকিব-উল-মাওলা, উপজেলা পূজা উদযাপন পরিষদ মতলব দক্ষিণ শাখা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপ উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২১ কোভিড-১৯ পরিস্থিতিতে সকল পূজামন্ডপসমূহে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করতে হবে।
এ সময় তিনি প্রত্যেক পূজা মন্ডপে জন-নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন।