শাহরাস্তিতে দু’ সিএনজি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল ২৬ নভেম্বর শুক্রবার বিকেলে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ওই সড়কে কালিয়াপাড়া ও দোয়াভাঙ্গার মধ্যবর্তী স্থানে দুটি সিএনজিতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহতরা হলেন : হাজীগঞ্জের গন্ধব্যপুর চর বাড়ির মনির হোসেনের স্ত্রী সুমি (২২), কচুয়ার আশ্রাফপুর গ্রামের মৃতঃ আঃ বারেকের পুত্র আলমগীর (৪৭) ও তার স্ত্রী শাহিনা বেগম, শাহরাস্তির যাদবপুর গ্রামের মনির হোসেনের পুত্র জসিম ও ময়মনসিংহের হালুয়া ঘাটের হিরনের স্ত্রী সুধা রানী (৩০)।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আয়েশা সিদ্দিকা জানান, আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।