ফরিদপুর জেলার সদরপুর থানার ২নং আকোটের চর ইউনিয়ন এর কাজী গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৩ টি পরিবারের ২৫ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
গত রবিবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে সালাম বেপারীর রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যেই একই সারিতে থাকা টিনসেট ঘরগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহীন শিখা। অগ্নিকান্ডের সুত্রপাত হলে স্থানীয় এলাকাবাসী ৯৯৯ এ ফোন দেয়। পরে সদরপুর উপজেলার ২টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌছায়। ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. ইলিয়াস হোসেন জানান খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা যায়। ফায়ার সার্ভিসের তৎপড়তায় প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। এমতবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ তারেক হোসেন নগদ অর্থ প্রদান করেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সকলের সকলের সাথে দেখা করতে যান আকোটেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসলাম বেপারী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন।