‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে ধারন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক দেশে ভ‚মিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির ৩য় পর্যায়ের ২য় ধাপে আজ ২১ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশের ২৬ হাজার ২শ’ ২৯টি পরিবারের মাঝে জমিসহ গৃহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
‘আশ্রয়ণ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল’ শিরোনামে চাঁদপুর জেলার ৩টি উপজেলার ভ‚মিহীন ও গৃহহীন ৬৫ পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান করা হবে। ৩য় পর্যায়ের ২য় ধাপে চাঁদপুর জেলার হাজীগঞ্জে ১৪টি ও শাহরাস্তিতে ২১টি পরিবারকে জমি ক্রয়ের মাধ্যমে এবং খাস জমিতে হাজীগঞ্জে ১৫টি ও মতলব দক্ষিণে ১৫টিসহ সর্বমোট ৬৫টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ গৃহ।
ইতোমধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের তত্ত¡াবধানে ৩ উপজেলা হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগ সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছেন। আজ গণভবন থেকে ভার্চুয়ালিভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে জমিসহ গৃহ হস্তান্তর করবেন। যা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এ বিষয়ে স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ইতোমধ্যে জায়গা নির্বাচন, মাটি ভরাটসহ গৃহ নির্মাণ কার্যক্রম সম্পন্ন করেছেন।
মূলতঃ মুজিব শতবর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে দেশের সকল ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৩য় পর্যায়ের ২য় ধাপ আজকের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ১৯ জুলাই মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এ ব্যাপারে প্রেসব্রিফিং সম্পন্ন করেছেন।