এখন ভারতে করোনা মহামারির তাণ্ডবে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত। সংক্রমণের মাত্রা ক্রমশই বাড়ছে। এর মধ্যে আবার অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালে বেডের অভাবে স্বাস্থ্য আবকাঠামো বিধ্বস্ত। এমন অবস্থায় সাবধানতার মান নেই!
করোনার এমন বাড়বাড়ন্ত পরিস্থিতির মাঝেই তৃণমূল সাংসদ দেবকে দলেরই অনুজ সতীর্থ সোহমের উদ্দেশে পরামর্শ দিতে দেখা গেল। তিনি সোহমের উদ্দেশে বলেন, ‘সাবধানে থাক, প্রয়োজনে হরলিক্স খা।’
খুনসুটির সূত্রপাত গতবছর নভেম্বর মাসের এক টুইটকে ঘিরে। অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রী তনয়াকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছিলেন সোহম চক্রবর্তী।
সেই পোস্টই বর্তমানে আবার ভাইরাল। ফের ফিরিয়ে নিয়ে এল দু’ দশক আগেকার ‘মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব’ প্রসঙ্গ। বলা ভালো, ফিরিয়ে নিয়ে এলেন দেব। ভাইরাল ওই টুইটেই খুনসুটি করতে দেখা গেল তৃণমূলের তারকা সাংসদকে।
বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই মহামারি পরিস্থিতিতে সোহেমর জন্য উদ্বেগও প্রকাশ পেল দেবের। সেই প্রেক্ষিতেই দেবের পরামর্শ, ‘আরো ৮০ বছর কাটানোর জন্য সাবধানে থাক। বেশি বেরোস না। নিজের খেয়াল রাখ। দরকার পড়লে একটু হরলিক্স খা। তোদের অনেক ভালোবাসা। সারাজীবন এইভাবেই একসঙ্গে থাক।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।