Header Border

চাঁদপুর, বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

যানজট নিরসনে রাস্তা প্রশস্ত করা জরুরি হয়ে পড়েছে – অঞ্জনা খান মজলিশ

যানজট নিরসনে রাস্তা প্রশস্ত করা জরুরি হয়ে পড়েছে - অঞ্জনা খান মজলিশ

চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়েছে। ১০ এপ্রিল রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সরোয়ারের সঞ্চালনায় আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সাবেক সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ইমদাদ হোসেন, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শরিফুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সেই পাকিস্তান আমলের রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে। মানুষ বেড়েছে, বাড়েনি রাস্তা। চাঁদপুর শহরে যানজট নিরসনে রাস্তা প্রশস্ত করা জরুরি হয়ে পড়েছে। অনেকেই রাস্তার পাশে বাড়ি নির্মাণ করেছে, জায়গা ছাড়েনি। ১০ জন লোকের জন্য ১০ হাজার মানুষ কষ্ট পাবে, সেটা মেনে নেয়া যায় না। আজকে সবাই বাইপাস সড়কের দাবি তুলেছেন, এটা একটি ভালো প্রস্তাব। জেলা প্রশাসক এ বিষয়ে সড়ক বিভাগকে সার্ভে করতে অনুরোধ জানান।

তিনি আরো বলেন, চাঁদপুরে অন্য জেলার সিএনজি আসতে পারবে না। কেবল চাঁদপুরের সিএনজি চাঁদপুরেই চলবে। আইন অমান্য করলে শাস্তির আওতায় আনতে হবে। বাজার নিয়ন্ত্রণ বিষয়ে জেলা প্রশাসক বলেন, মোবাইল কোর্টের লক্ষ্য অপরাধ হ্রাস পাওয়া। কাউকে জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। মোবাইল কোর্ট চালিয়ে যাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে। চাঁদপুরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে পানি ব্যবহারে সচেতন হওয়ার আহŸান জানিয়েছেন তিনি। পাসপোর্ট অফিসের নামে অভিযোগ উঠেছে বলে জেলা প্রশাসক বলেন, পাসপোর্ট নিয়ে হয়রানি নয়। দেশের নাগরিক হিসেবে একজন মানুষের পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। যদি কারো কোনো কারণে পাসপোর্ট বাতিল হয়ে যায় সে মেসেজটিও তাকে পেতে হবে।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
চাঁদপুর জেলা প্রশাসকের সাথে বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ
চাঁবিপ্রবির প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ বাতিল, জমি ফেরত চান মালিকেরা
চাঁদপুরে তীব্র তাপদাহে ম্যাফের পক্ষ থেকে লিফলেট, পানি ও স্যালাইন বিতরণ
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা

চাঁদপুর সদর এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান