জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা’র মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন এসজিপি, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি বলেছেন, করোনা পরিস্থিতিকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি বিধি-নিষেধগুলো কার্যকর করার জন্যে এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা করার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। এর সাথে সাথে আমরা যতটুকু পারি মানবিক সহায়তা করারও চেষ্টা করছি।
৩ আগস্ট মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়ার পক্ষ থেকে চাঁদপুর জেলায় কোভিড সহায়তা হিসেবে অক্সিজেন সিলিন্ডার প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে এসব কথা বলেন।
জিওসি আরো বলেন, আজকে যে ১০টি অক্সিজেন সিলিন্ডার দেয়া হলো, তা হচ্ছে আমরা যে আপনাদের সাথে ও প্রশাসনের সাথে আছি, তার একটি বহিঃপ্রকাশ। আমরা জনগণের জন্যে, দেশের জন্যে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কার্যক্রম চলছে, এটা সহায়তা করার জন্যে চেষ্টা করবো।
বক্তব্যে’র পূর্বে তিনি ১০টি অক্সিজেন সিলিন্ডার চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্যাহ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুবুল আলম লিপনের হাতে হস্তান্তর করেন।
কুমিল্লা সেনানিবাসের কমান্ড্যান্ট এসএমআই মোহাম্মদ আদিল চৌধুরী, ৪৪ পদাদিক বিগ্রে বিগ্রেডিয়ার জেনারেল আমিনুল আকবর খান, এডিএমসি কর্নেল ইমরু আল কায়েস চৌধুরী, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ হাবিবুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট মোহাম্মদ নাছির উদ্দিন সারোয়ার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ব্যাটালিয়ানসহ অন্যান্য সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।