হাজীগঞ্জে করোনা ভাইরাসের সকল উপসর্গ নিয়ে দুপুরে মা এবং সন্ধ্যায় করোনা আক্রান্ত ছেলের মৃত্যু হয়েছে। ২ আগস্ট সোমবার এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা (পূর্ব) ইউনিয়নের লাওকোরা গ্রামের কাজী বাড়িতে। এমন করুন মৃত্যুতে পুরো এলাকা জুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, হাজীগঞ্জ উপজেলার লাওকোরা গ্রামের কাজী বাড়ির মৃত আমির হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৬০) কয়েকদিন যাবত জ্বর, সর্দি ও গলা ব্যাথায় ভুগছিলেন। হাসপাতালে নেয়ার আগেই সোমবার দুপুরে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। সন্ধ্যায় মমতাজ বেগমকে দাফন করা হয়।
মমতাজ বেগমের দাফনের কিছুক্ষণ পরেই তার বড় ছেলে সোহাগ (৪২)-এর শ্বাসকষ্ট বেড়ে গেলে হাজীগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে। মায়ের পর ছেলে সোহাগের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের মাতন দেখা যায় এবং গ্রামবাসীর মাঝে করোনা আতঙ্ক আরো বাড়তে থাকে।
সোহাগ (৪২) পেশায় ঠিকাদার ছিলেন। আলীগঞ্জে সে তার পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতো। তার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান দুলাল মির্জা বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেন এবং ইউনিয়নবাসীকে সচেতন হওয়ার আহবান জানান।