হাজীগঞ্জে চারদিকে শুধু মৃত্যুর সংবাদ। চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে করোনা আক্রান্ত এবং উপসর্গে ৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুল ইসলাম রমিজ জানান, সর্বশেষ করোনা আক্রান্ত হয়ে গতকাল ৯ আগস্ট সোমবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার কংগাইশ গ্রামের আব্দুল হামিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন। এর আগে রোববার সকাল ৯ টায় উপজেলার রামপুর গ্রামে পিনুরানী (৭০) নামে এক নারী করোনা উপসর্গে মারা গেছে। তাকে এ দিন সকালে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীনবস্থায় তার মৃত্যু হয়। একই দিন উপজেলার সোনাইমুড়ি গ্রামে আড়তি রানী শীল ( ৫৫) নামে অপর নারী করোনা উপসর্গে মারা গেছে। সে তার বাড়িতেই দীর্ঘদিন যাবত জ্বর-সর্দিতে ভুগছিলো।
এদিকে শনিবার বিকেলে হাজীগঞ্জ রেল স্টেশনের পাশের হাজী বাড়ির চাঁদমিয়া (৮০) নামে ১ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মারা গেছে। একই দিন উপজেলার সেন্দ্রা গ্রামে তাসলিমা (৪৫) নামে আরো ১ নারীর মৃত্যু হয়েছে।
এছাড়া সোমবার একই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক)-এ জানা যায়, হাজীগঞ্জ পৌর এলাকার বদরপুর গ্রামের পÐিত বাড়ির বাবুল মিয়া ও হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক রহিম চেয়ারম্যানের বড় ভাই আ. মান্নান মৃত্যুবরণ করেছে। এ নিয়ে গত ৩ দিনে হাজীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ ব্যক্তির মৃত্যু হয়েছে।
১ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত করোনা আক্রান্ত, উপসর্গ, জ্বর, সর্দিজনিত কারনে হাজীগঞ্জ উপজেলায় ৯ জনের মুত্যুর সংবাদ পাওয়া যায়।
এদের মধ্যে করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত ব্যক্তিদেরকে উপজেলা দাফন-কাফন টিম দাফন ও সৎকার কাজ সম্পন্ন করেছে।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এইচএম সোয়েব আহমেদ চিশতী বলেন, উপসর্গের মৃত্যুর খবর তালিকা হয় না। তবে এ পর্যন্ত আমাদের তথ্যমতে ২৭ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বিভিন্ন মাধ্যমে জানতে পারি, স্ট্রোক, জ্বর, সর্দিসহ বার্ধক্যজনিত কারনে মানুষ মৃত্যুবরণ করছে।